• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

করণের যৌবন ধরে রাখার গোপন রহস্য ফাঁস করলেন ফারহা

প্রকাশিত: ২০:২২, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ২০:২৭, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
করণের যৌবন ধরে রাখার গোপন রহস্য ফাঁস করলেন ফারহা

করণ জোহর যৌবন ধরে রাখতে কী খান তা ইতিমধ্যে ফাঁস করলেন পরিচালক-প্রযোজক-কোরিওগ্রাফার ফারহা খান। 

করণ জোহর-এর ব্রেকফাস্টের ভিডিও নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন ফারহা খান। যেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন করণ। একজন শেফ নিয়ে আসছে ব্রেকফাস্টের প্লেট। ফারহা তাঁর ভিডিও করছেন, ‘করণ জোহর-এর সেটে ঠিক এমনই হয় ব্রেকফাস্ট! করণ কী আছে তোমার প্লেটে?’ যাতে পরিচালকের জবাব, ‘এটা নানান রকমের স্বাস্থ্যকর উপকরণ দিয়ে আমার জন্য তৈরি করেছে অক্ষয়। যা আমার ত্বক চকচকে রাখে, আর আমাকে দেখতেও খুব ভালো লাগে’। এরপর নানান রকমের টপিংস দিয়ে সাজানো ওয়াফেলে মন দিতে দেখা যায় করণকে। সেখানে উপস্থিত ছিলেন মণীশ মলহোত্রাও।

ভিডিও’র পাশাপাশি করণ ও মণীশ-এর সংগে তোলা একটি সেলফিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ফারহা। ক্যাপশনে লেখেন, ‘২৭ বছরের সম্পর্ক, যা আরও মজবুত হচ্ছে’! সংগে হার্ট ইমোজিও দেন।

 

‘রকি অউর রনি কি প্রেম কাহানি’ সিনেমা সূত্রে দীর্ঘ নয় বছর পর একসংগে কাজ করছেন করণ জোহর এবং ফারহা খান। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় তাঁদের শেষবার একসংগে দেখা গিয়েছিলো। 

 

 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2