• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গলার চেইনে কার নাম লিখলেন শ্রাবন্তী?

প্রকাশিত: ১৭:১৬, ২৮ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
গলার চেইনে কার নাম লিখলেন শ্রাবন্তী?

বিয়ে ভাঙা, প্রেম একের পর এক ব্যক্তিগত ইস্যুতে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়া খোলামেলা ছবি পোস্ট করেও নেটিজেনদের নজরে পড়েছেন এই অভিনেত্রী।  এবার গলায় চেইন পড়ে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের চর্চায় এলেন তিনি।

শনিবার (২৭ নভেম্বর) সোস্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে স্যান্ডো গেঞ্জির মতো একটি টপস পরিহিত। ছবিতে তার খোলামেলা রূপ যেমন নজর কেড়েছে, তেমনি নেটিজেনদের চোখ পড়েছে তার গলার চেইনে।

একটু খেয়াল করলে দেখা যায়, স্বর্ণের চেইনটিতে একটি নাম লেখা রয়েছে। সেটা হলো ‘জিন্টু’। কলকাতার গণমাধ্যমগুলো জানায়, বাড়ির লোকজন শ্রাবন্তীকে এই নামেই ডাকে। তাই প্রিয় ডাকনামটিকে গলায় বেঁধে নিয়েছেন অভিনেত্রী।

 

ইনস্টাগ্রামে শ্রাবন্তী ছবিটি শেয়ার করার পর এক দিনে সেখানে ৮৭ হাজারের বেশি লাইক পড়েছে। পাঁচ হাজারের বেশী মন্তব্যে ভক্তরা তার প্রতি ভালোবাসা জানিয়েছেন। এছাড়া ফেসবুক পেজেও ছবিটিতে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সহজেই বুঝা যাচ্ছে, শ্রাবন্তীকে এমন খোলামেলা আবেদনময়ী রূপে দেখে অনুসারীদের হৃদয়ে কাঁপন ধরেছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2