• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমণি

প্রকাশিত: ১১:৫১, ১৬ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমণি

মনোনয়নপত্র জমা দিয়েও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থী পরীমণি শনিবার জানিয়েছেন, তিনি নির্বাচন করছেন না।

আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে এই অভিনেত্রীও কার্যনির্বাহী পদে লড়তে চেয়েছিলেন। এক ধাপ এগিয়ে পরীমণি গত বুধবার মনোনয়নপত্র জমা দেন এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নামও আসে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু শনিবার পরীমণি জানিয়ে দিলেন, নির্বাচন করছেন না।

পরীমণি বলেন, ‘আমি মা হতে চলেছি। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। অনাগত সন্তানের জন্মের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। কিন্তু সেই সময় এই মুহূর্তে দিতে পারছি না। তাই সরে দাঁড়িয়েছি।’

পরীমণি আরও বলেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছি। নির্বাচনের আগেই চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হবে। এরপর নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক সায়মন সাদিক বলেন, ‘ যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ। পরীমণি তাঁর শারীরিক অবস্থা ও সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের সংগে কথা বলবো। তিনিই বাকি সিদ্ধান্ত নেবেন।’

গত ১০ জানুয়ারি আচমকাই পরীমণি ফেসবুকে জানান, তিনি মা হতে চলেছেন। জানান সন্তানের বাবার পরিচয়ও। তিনি পরীমণি'র ‘গুনিন’ ছবির নায়ক শরিফুল রাজ। গত ১৭ অক্টোবর তাঁরা বিয়ে করেছেন।

বিভি/এইচএস/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2