• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

টিকটকে ঐশী-সানির গান-নাচের রঙ-ঢঙ

প্রকাশিত: ১৪:৪২, ১৪ মার্চ ২০২২

আপডেট: ১৪:৪৩, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
টিকটকে ঐশী-সানির গান-নাচের রঙ-ঢঙ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (১২ মার্চ) বিকালে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী, আইটেম গার্ল সানি লিওন। ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট করা ছবিতে  লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’ 

তবে ‘বাংলাদেশ’ বানানটাই ভুল করে আলোচনা- সমারোচনার রেশ কাটতে না কাটতেই  আবারও আলোচনায় আইটেম গার্ল সানি লিওন।

ঢাকায় সানি লিওন-এর মাত্র ১৭ ঘণ্টা অবস্থান নিয়ে অন্তর্জালে এতো কাণ্ড যদি এরবেশি অবস্থান করতেন তাহলে কি ঘটতে পারেতো একটু ভাবুন।

জানা যায়, সংগীতশিল্পী ও গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও চ্যানেলটির প্রধান নির্বাহী ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের আমন্ত্রণে বাংলাদেশে স্বামীসহ এসেছেন সানি লিওন। রাতে  জমকালো এই বিয়ের আয়োজনে অনুষ্ঠানে পারফর্মও করেন সাবেক এই পর্নস্টার। 
 আর সেই বিয়ের আয়োজনে গায়িকা ঐশী’র ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা যায় সানিকে। অন্তর্জালে প্রকাশ হলে ঝড় উঠে সেই ভিডিও নিয়ে।  

ভিডিওটিতে দেখা যায় ঐশী’র পাশে দাঁড়িয়ে নাচছেন সানি, সেই দৃশ্য কেনই বা লুফে নেবেন না অন্তর্জালবাসী?  আর  এখন টিকটক  খুললেই সে দুষ্টু পোলাপানের ভীড় টপকে বেরোনোটাই  মশকিল। মাত্র ১৭ ঘণ্টার রেশ টানতে অন্তর্জালবাসীকে কতো দিন অপেক্ষা করতে হয় সেটাই দেখার বিষয়। যদিও মূল গানটির মডেল ছিলেন এই বলিউড তারকা। গানের কথা ও সুর তাপস-এর।

অন্তর্জালে এখনও সানি’র ঘোর কাটেনি। বিশ্বজুড়ে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। সেখানে ঢুঁ মারলেই দেখা মিলছে তাঁর নাচের দৃশ্য। কানে বাজছে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় গায়িকা ঐশী’র ‘দুষ্টু পোলাপাইন’। হ্যাঁ, অন্তর্জালবাসীর হরেক রঙের-ঢঙের দুষ্টুমি চলছে এই গান এবং নাচ নিয়ে।

 

 তাপস-এর গাওয়া ‘লাভলি অ্যাকসিডেন্ট’ শিরোনামের একটি গানের মডেল হন সানি লিওন। এর পর তাপস-এর কথা, সুর ও সংগীতে ‘দুষ্টু পোলাপাইন’ গানের ভিডিওচিত্রেও নেচে মাতান সানি। গেলো বছর ঐশী’র গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ প্রকাশ হলে ঝড় ওঠে। আর  সানি বাংলাদেশে আসার পর সেই গানে ঝড় বইবেনা তা কি হয়? তাই  ভক্তরা মেতে আছেন ওই দৃশ্যখণ্ড নিয়ে।

বিভি/এএইচ/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2