আরআরআর-এর প্রদর্শনী বিভ্রাটে প্রেক্ষাগৃহে ভাঙচুর

সিনেমা হলে আরআরআর সিনেমা প্রদর্শনের সময় দুইবার বিভ্রাট। এতেই ঘটল এলাহি কান্ড। প্রথমে চিৎকার করে প্রতিবাদ করলেও দ্বিতীয়বার প্রেক্ষাগৃহের কাচের জানালা দরজা ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ দর্শক। বসার চেয়ারেও বাদ যায় নি হামলায়। শুক্রবার (২৫ মার্চ) ভারতের বিজয়ওয়াড়ার বেসান্ত রোডের একটি প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে।
মর্নিং শোতে সিনেমা ভর্তি দর্শক যখন ছবি দেখায় বুঁদ তখনই প্রথমবার কয়েক সেকেন্ডর জন্য বিভ্রাট । প্রথম বার দর্শক চিৎকার-চেঁচামেচিতে সীমাদ্ধ থাকে। দ্বিতীয়বার একই সমস্যা ঘটলে ক্ষেপে যায় দর্শক।
প্রেক্ষাগৃহের কর্ণধার বলেন, স্যাটেলাইটের সিগন্যাল গত সমস্যায় এমনটি ঘটেছে। কয়েক সেকেন্ডের সমস্যা জনতা ক্ষেপে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক হস্তক্ষেপ করতে হয়।
দক্ষিণ এসিপি (দক্ষিণ) এম শ্রীনিবাসুলুর দাবি করে বলেন, ১০ জনের মতো যুবকের একটি দল মদ্যপ অবস্থায় সিনেমা দেখতে ঢুকেছিল। তারাই এই কান্ড ঘটিয়েছে। কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: