• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

‘শান’ এবার  মুক্তি পাচ্ছে প্যারিসে

প্রকাশিত: ১৭:৪৭, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
‘শান’ এবার  মুক্তি পাচ্ছে প্যারিসে

ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযোগে মুক্তি পাওয়া সিয়াম-পূজা জুটির ছবি ‘শান’ এবার মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’। মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি প্রশংসিত হয়। আগামীকাল শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ‘শান’ সিনেমাটি প্রদশির্ত হবে। সেখানে সিনেমাটির ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দু’টি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের সাড়া পেলে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা ও অরুনা বিশ্বাসসহ আরও অনেকে।
 

বিভি/এএইচ/এএন

মন্তব্য করুন: