• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হিন্দি গানে বাজিমাত করল ইমরান

প্রকাশিত: ১২:৩২, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
হিন্দি গানে বাজিমাত করল ইমরান

প্রথমবার হিন্দি গান প্রকাশ করে ভালা ফেলেছেন কন্ঠশিল্পি ইমরান মাহমুদুল। ইমরানের গাওয়া গানটি ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিক এর ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ২৭ মে প্রকাশ করা হয়। ৩০ মে পর্যন্ত ইউটিউবের গানটির ভিউ হয়েছে দেড় মিলিয়নের বেশি।

ইমরান গণমাধ্যমকে বলেন, গানটি প্রকাশের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বাংলা, হিন্দি এবং পাঞ্জাবি ঘরানার শ্রোতারাও সাধুবাদ জানাচ্ছেন। 
হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু গানের কথা লিখেছেন রজত সুর করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। ভারতের নন্দনী শর্মা ও অনুজ সাইনি এই গানে অভিনয় করেছেন। 

ইমরান বলেন, ছয় মাস আগে গানের রেকর্ড করা হয়েছিল। চিত্রধারনের জন্য মুব্বাই যাওয়ার কথা থাকলেও করোনার কারনে তা হয়ে উঠেনি। এখন থেকে নিয়মিত গান নিয়ে হাজির হওয়ার আশা প্রকাশ করেন ইমরান। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2