• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল

বন্যার পানিতে ভাসছে মানুষ। নেই আশ্রয়, নেই খাবার, নেই বেঁচে থাকার আশা। এই অবস্থায় সবাই সবার জায়গা থেকে বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। সিলেটসহ দেশের বেশ কয়েকটি জেলায় চলছে এই বন্যা।

এবার বন্যার্তদের জন্য সাহায্যের ঘোষণা দিলেন চলচ্চিত্র জগতের প্রভাবশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বন্যাকবলিত মানুষদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।  

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ডিপজল জানান, প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠাবেন তিনি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশুদের খাবার।  

ডিপজল বলেন, বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো। সেটা শুকনো খাবার।

মোট ১০ ট্রাক খাবার পাঠাবেন বলেও জানান তিনি। এছাড়া বন্যা পরিস্থিতি যাতের দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে দেশি চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের জৈন্তা, গোয়াইঘাট, কোম্পানিগঞ্জসহ সুনামগঞ্জের মানুষ পানিবন্দি জীবন-যাপন করছেন। পাশাপাশি তলিয়ে গেছে স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্রসহ বহু গ্রাম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2