• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছবির প্রচারণা ব্যয় আয়ের চাইতেও বেশি হবেঃ অনন্ত জলীল

প্রকাশিত: ১৮:৪২, ৩০ জুন ২০২২

আপডেট: ১৯:২২, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
ছবির প্রচারণা ব্যয় আয়ের চাইতেও বেশি হবেঃ অনন্ত জলীল

অনন্ত জলীল ও বর্ষা অভিনীত প্রতীক্ষিত ছবি ‘দিন দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এরইমধ্যে এই ছবির টিজার ও ট্রেলার দেখেছেন দর্শক। আসছে ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবি মুক্তির আগে চলছে ব্যাপক প্রচারণা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। 

সম্প্রতি সিনেমার প্রচারণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অনন্ত-বর্ষা। সেসময় সিনেমাটি সাংবাদিকদের সাথে কথা বলেন অনন্ত জলীল। তিনি জানান, 'দিন দ্য ডে চলচ্চিত্র নির্মাণের পেছনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান রয়েছে। তাদের সেই ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই সিনেমার প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা হয়েছে। ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিনেমার ইরানি ইউনিট এদেশে শুটিং করার সময় তারা দোভাষীর ভূমিকা পালন করেন।তবে এই সিনেমা নির্মাণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আর রশিদ। উনি সহযোগিতা না করলে সিনেমাটি এতো সুন্দর করে নির্মাণ করা সম্ভব হতো না। অনন্ত জলিল তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ড.মুমিত আল রশিদ এর কাছে কৃতজ্ঞ।'

এজে আত্মবিশ্বাসের সাথে বলেন, 'আর কিছুদিন পরে ঈদুল আজহায় আমারা এই সিনেমা দেখতে গেলেই বুঝতে পারব, সিনেমা সম্পর্কে প্রযোজক, নির্মাতা ও অভিনেতা সঠিক বলেছেন। দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হবে। তবে কাছাকাছি দুটি সিনেমা হল থাকলে আপাতত একটিতে  দ্য ডে চলচ্চিত্রটা মুক্তি পাবে। এজে এর প্রচারণা ব্যবস্হা সবসময়ই আলাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ছাড়াও তিনি ব্যাপক হারে ব্যানার, পোস্টার লাগাচ্ছেন। তবে ছবি কত টাকা ব্যবসা করবে তা উনি না জানলেও ধারণা করছেন প্রচারণা ব্যয় তার আয়ের চাইতেও বেশি হবে।'

 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2