• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কোথায় থাকছেন টুটুল-তানিয়া দম্পতির সন্তানরা ?

প্রকাশিত: ১৯:১১, ২১ জুলাই ২০২২

আপডেট: ১৯:৫৫, ২১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কোথায় থাকছেন টুটুল-তানিয়া দম্পতির সন্তানরা ?

ফাইল ছবি

মিডিয়া পাড়ায় সুখী দম্পতি হিসেবেই পরিচিত অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। কয়েক মাস আগে বিচ্ছেদ হয়েছে তাদের। তবে বিচ্ছেদের খবর সম্প্রতি প্রকাশ্যে আসে। এরপর অনেকের মনে প্রশ্ন জাগে, তানিয়া-টুটুলের সন্তানরা এখন কার কাছে আছেন বা থাকবেন। এ নিয়ে মুখলেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তানিয়া আহমেদ বলেন, আমাদের সন্তানরা আমার সাথেই আছে। আমি কখনো ওদের ভাগ করতে চাই না। ওদের যখন যার কাছে থাকতে ভালো লাগে তখন তারা তার কাছেই থাকবে। আমার এক সন্তান বিদেশে চাকরি করছে। আর ছোট সন্তান আমার কাছেই আছে। টুটুল সোনিয়ার সাথেই এখন যুক্তরাষ্ট্রে থাকছেন। 

আরও পড়ুন: এবার ‘সাদা সাদা কালা কালা’ গানের তালে নাচলেন চঞ্চল চৌধুরী (ভিডিও)

এতো বছর পর বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে সন্তানরা কী বলছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্তানরা আমার খুব ভালো বন্ধু। আমাদের নিজেদের প্রায় সব কিছু যেমন আমাকে শেয়ার করে, আমিও সব কিছু সন্তানদের সাথে শেয়ার করি। আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সন্তানদের সাথে কথা হয়েছে। যেটা ভালো হয়, সেটিই করতে বলেছে আমার সন্তানরা।

সংগীত শিল্পী এসআই টুটুল নতুন করে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী টিভি উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়াকে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2