এবার ‘সাদা সাদা কালা কালা’ গানের তালে নাচলেন চঞ্চল চৌধুরী (ভিডিও)

'সাদা সাদা কালা কালা, রঙ জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে' এই গানটি এখন ঘুরছে মানুষের মুখে মুখে। সেই সাথে মেজবাউর রহমান সুমন 'হাওয়া'র জোয়ারে ভাসছে গোটা দেশ। এবার এই গানটি নেচে নেচে গাইলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমায় চাঁন মাঝির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় ফেসকার্ড প্রডাকশনের অফিসে বাদ্যযন্ত্রের তালে তালে 'সাদা সাদা কালা কালা' গানটি গাইছেন সাথে নাচেও যাচ্ছেন। তার সাথে যুক্ত ছিলেন মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, মেজবাউর রহমান সুমনসহ আরও অনেকেই।
আরও পড়ুন: কোথায় থাকছেন টুটুল-তানিয়া দম্পতির সন্তানরা ?
চঞ্চলের পোস্ট থেকে জানা যায়, এই নাচের ভিডিও ধারণ করছেন আয়নাবাজি সিনেমার সিনেমাটোগ্রাফার রাশেদ জামান।
'হাওয়া সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। এ মাসের ২৯ জুলাই সারাদেশে মুক্তি পাবে এই সিনেমাটি।
বিভি/জোহা
মন্তব্য করুন: