• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যে কারণে আলিয়ার ‘ডার্লিংস’ বয়কটের ডাক উঠেছে!

প্রকাশিত: ১৮:৪৫, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
যে কারণে আলিয়ার ‘ডার্লিংস’ বয়কটের ডাক উঠেছে!

‘ডার্লিংস’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট। শুক্রবার মুক্তি পেয়েছে  এই সিনেমাটি। তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বয়কটের দাবি উঠেছে। অভিযোগ তোলা হয়েছে, এই ছবিতে পুরুষদের প্রতি ডমেস্টিক ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছেন আলিয়া।

জসমিত কে রীন পরিচালিত এই সিনেমায় মা-মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং শেফালি শাহ। মুম্বাইয়ের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে এই মুভিতে। প্রতিনিয়ত অত্যাচারের শিকার বদরুন্নিসা স্বামীর থেকে প্রতিশোধ নিতে চায়।

'ডার্লিংস' -এ দেখানো হয়, বদরুন্নিসাকে যেভাবে তার স্বামী হামজা আঘাত করতো সেভাবেই সে তার স্বামীকে আঘাত করে প্রতিশোধ নেয়। কখনও মুখে পানি ছুঁড়ে মারে, কখনও পানির ট্যাঙ্কে চুবিয়ে রাখে। এমনকি চেয়ারে বেঁধে মারধর করার দৃশ্যও আছে এই মুভিতে। এইসব দৃশ্য দেখেই টুইটারে ‘ডার্লিংস’ বয়কটের ডাক উঠেছে। তবে, নির্যাতনকারীদের বিরুদ্ধে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার নারীদের রুখে দাঁড়ানোর বিষয়টি নিয়ে প্রশংসাও করেছে অনেকে। 

গৌরী খান, আলিয়া ভাট এবং গৌরব ভার্মার যৌথ প্রযোজনায় তৈরি এই মুভি। বদরুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া এবং তার স্বামী হামজার চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2