• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের সঙ্গে নায়ক শরিফুল রাজ

প্রকাশিত: ২৩:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের সঙ্গে নায়ক শরিফুল রাজ

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের সঙ্গে নায়ক শরিফুল রাজ

মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফীর সিনেমা 'দামাল'। ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ।  এরই মধ্যে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তার অংশ হিসেবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী সাবিনা-সানজিদাদের সঙ্গে দেখা করে 'দামাল' টিম। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ীদের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে হাজির হয় রাফী-রাজরা।

ইতিহাসগড়া মেয়েদের সঙ্গে আনন্দঘন সময় কাটান রায়হান রাফী, অভিনেতা শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত। নারী ফুটবল দলের জিতে আনা ট্রফি হাতে ছবিও তোলেন তারা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প ঘিরে নির্মিত সিনেমায় আরও অভিনয় করেন সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2