• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়: শবনম ফারিয়া

প্রকাশিত: ১৭:৫৭, ৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:০৩, ৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়: শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই রাগ ঢাক না রেখেই কথা বলেন। ঠোঁটকাটা স্বভাবের জন্য অনেকেই তাকে নিয়ে মাঝেমধ্যে সমালোচনাও করেন! কিন্তু এ নিয়ে তার কিছু যায় আসে না। ফারিয়া সবসময় নিজের মতো করে কথা বলে যান। এবার তিনি কথা বললেন ডিভোর্স হওয়া নারীদের নিয়ে। 

বুধবার (৯ নভেম্বর) ফারিয়া তার ফেসবুকে ডিভোর্স সংক্রান্ত একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমাদের আশেপাশে কিছু মানুষ আছেন যারা মনে করেন, যাদের ডিভোর্স হয় তবে তারা ‘সহজলভ্য’। ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার ডিভোর্স হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে। মানুষের যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা এসব কিছু।’’

প্রসঙ্গত, ২০১৫ সালে ফেসবুকে শবনম ফারিয়া  ও রশীদ অপুর পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আংটিবদল করেন। এরপর ধুমধাম করে বিয়ে হয় অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর। এর কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। 

আরও পড়ুন: 

বিভি/জোহা

মন্তব্য করুন: