• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাতে ফুটবল আর বুকে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে যা বললেন নায়িকা

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
হাতে ফুটবল আর বুকে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে যা বললেন নায়িকা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। ফুটবলার বা সাধারণ মানুষ নয়, চিত্র জগতের সবাইও ব্যস্ত সময় পার করছেন ফুটবল ঘিরে। কেউ কেউ তো আবার এক কাঠি উপরে উঠে নিজেকে অন্যভাবে উপস্থাপন করছেন। যেমন- ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান।

হাতে ফুটবল আর বুকে আর্জেন্টিনার পতাকা জড়ানো একটি ছবি ছড়িয়ে পড়েছে নায়িকা মৌ খানের। পরে তিনি বললেন, ‘হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আমি এই দলের ভক্ত। তাই আর্জেন্টিনাকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল। সেই থেকেই গায়ে জড়িয়ে নিলাম পতাকাটি।’

তিনি জানান, কিছুদিন আগে, বিপু ভাইয়ের কাছে ফটোশুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, “আমি কোন দল সাপোর্ট করি”, বললাম আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনার পতাকা জড়িয়ে পোশাক বানানো হলো।’ 

এই নায়িকা আরও বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।’

নায়িকা মৌ খান ব্যস্ত আছেন ‘বাহাদুরী’ সিনেমার শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন জায়েদ খান। 

বিভি/এজেড

মন্তব্য করুন: