• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫ হাজার মেয়েদের উৎসবে গান গাইবেন তাহসান খান

প্রকাশিত: ২২:১৯, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
৫ হাজার মেয়েদের উৎসবে গান গাইবেন তাহসান খান

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ফিমেল ফেস্ট’। এই বিশাল আয়োজন চলবে দুই দিনব্যাপী। আগামী ১ ও ২ ডিসেম্বর রাজধানীর আইসিবি মিলনায়নতে অনুষ্ঠিত হবে এই ফিমেল ফেস্ট। 

‘সাজগোজ ফিমেল ফেস্ট ২০২২ পাওয়ার্ড বাই নিভিয়িার’। ফিমেল ফেস্টের ১ম দিন মেলার আয়োজন করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২ ডিসেম্বর) উপলক্ষে থাকছে কনসার্ট। এই কনসার্টে গান শোনাবেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।

শুধু তাই নয় কনসার্টে দেখা যাবে প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিসকে। আর ফ্যাশন শো তো থাকছেই। এতে পারফর্ম করবেন ৩০ জনেরও বেশি মডেল।

আয়োজকরা বলছেন, এই অনুষ্ঠান উপভোগ করবেন ৫০০০ এর বেশি নারী। এরা সবাই সাজগোজের গ্রাহক।

এ বিষয়ে তাহসান জানান, মেলাটি নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত হলেও কনসার্টটি শুধু নারীরা উপভোগ করতে পারবেন। জানা গেছে, কনসার্টের অতিথি প্রবেশ রেজিস্ট্রেশনের এর মাধ্যমে নিশ্চিত করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ইভেন্টের লিংক সোশ্যালে ও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2