• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বছর শেষে এলো আরেক নায়িকার সংসার ভাঙার খবর

প্রকাশিত: ২০:৪৪, ২৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:৫৩, ২৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বছর শেষে এলো আরেক নায়িকার সংসার ভাঙার খবর

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ২০২২ সালজুড়ে আলোচনায় ছিল। বছরটা শেষ হতে চললেও আলোচনার বাইরে নেই। কেননা সংসার ভাঙা-গড়ার খেলায় যুক্ত হয়েছে নতুন নাম। বছর শেষে এলো জনপ্রিয় অভিনেত্রী জাকারিয়া বারী মম’র সংসার ভাঙার খবর।

নির্মাতা শিহাব শাহীন-মম দম্পতির সংসার ভেঙেছে। যদিও তাদের বিয়ে ও সংসার ভাঙা নিয়ে দুজনই লুকোচুরি করেছেন। বিয়ের চার বছর খবর গোপন রাখা এই জুটি বিচ্ছেদের খবরও গোপন রেখেছেন দুই বছর। দুই বছর পর প্রকাশ্যে এসেছে শাহীন-মম জুটির বিচ্ছেদের খবর।

আরও পড়ুন: 

 

বুধবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তারা বিবাহবিচ্ছেদের কথা জানান। এর আগে ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করার পর মম-শিহাব শাহীনের বিয়ের খবর সবাই জানতে পারে।

খুব লুকিয়ে বিয়ে করেছিলেন শাহীন-মম

২০২০ সালের সেপ্টেম্বরে তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদ প্রসঙ্গে মম জানান, শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। অনেকে জানেন আবার অনেকে জানেন না।

তিনি আরও বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

শিহাব শাহীন জানান, আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2