• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিজের সাথে বা বেডরুমে ফোন রাখেন না পরীমনি, জানালেন কারণ

প্রকাশিত: ১২:৪৩, ১০ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
নিজের সাথে বা বেডরুমে ফোন রাখেন না পরীমনি, জানালেন কারণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি এখন সংসার নিয়ে দিব্যি আছেন। একমাত্র সন্তানকে ঘিরে তার দুনিয়া। অভিনয়ের পাশাপাশি ছেলে রাজ্যকে তিলে তিলে মানুষ করছেন তিনি। আর ছেলেকে মানুষ করতে গিয়ে ছাড়তে হচ্ছে অনেক কিছুই। যেমন ফোন ব্যবহার প্রায় ছেড়ে দিয়েছেন পরী।

সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের টাইমলাইনে একটি পোস্ট দিয়েছেন পরীমনি। সেখানে তিনি লিখেছেন, ছেলে নোটিস করার কারণে ফোন কাছে রাখছেন না।

পরী লিখেছেন, আমি আমার সাথে বা বেড রুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারন, রাজ্য মোবাইল ফোন নোটিস করে নানা কারনেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতন ভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সাথে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। 

কেন ফোন রিসিভ করেন না তার কারণ জানিয়ে বলেন, কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। 

 

সবার প্রতি অনুরোধ জানিয়ে শেষে পরী লিখেছেন, আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করবো বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ। ♥️?

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2