• NEWS PORTAL

সোমবার, ০২ অক্টোবর ২০২৩

এবার রাজ-সুনেরাহ ভিডিও ইস্যুতে তমা মির্জার পোস্ট

প্রকাশিত: ০৯:৫১, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
এবার রাজ-সুনেরাহ ভিডিও ইস্যুতে তমা মির্জার পোস্ট

ছবি: চিত্রনায়িকা তমা মির্জা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর ঘটনায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে সমর্থন করে ফেসবুক পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ভিডিও ফাঁসের ঘটনায় সোমবার (২৯ মে) রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন সুনেরাহ। সেখানে নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি। আর সেই পোস্টেই কমেন্ট করে সুনেরাহকে সমর্থন করেছেন তমা মির্জা।

সুনেরাহকে মেনশন করে তমা লিখেছেন, ‘Ignore ... Who cares (বাদ দাও, তাতে কী যায় আসে)।’ তবে তমার এ মন্তব্যের কোনো জবাব দেননি সুনেরাহ।

এর আগে সোমবার মধ্যরাতে নায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয়েছে গোপন ভিডিও আর ছবি। সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, তানজিন তিশার সঙ্গে রাজের ওই ভিডিও আর ছবি ভাইরাল নেটদুনিয়ায়।

এ ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরিফুল রাজের স্ত্রী নায়িকা পরীমনি ও সুনেরাহ। একে অন্যের দিকে আঙুল তুলে পরস্পরকে দোষারোপ করছেন এ ঘটনার জন্য।

বিভি/এমআর

মন্তব্য করুন: