• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঈদের দিন বাংলাভিশনের পর্দায় দেখা যাবে যে নাটকগুলো

প্রকাশিত: ১৬:২৬, ২৯ জুন ২০২৩

আপডেট: ১৬:৩৪, ২৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
ঈদের দিন বাংলাভিশনের পর্দায় দেখা যাবে যে নাটকগুলো

বাংলাভিশন নাটক

বিশেষ দিনে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে বাংলাভিশনের থাকে নানা আয়োজন। বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে বিশেষ নাটক ও টেলিফিল্ম দেখা যাবে জনপ্রিয় এই বেসরকারি টিভি চ্যানেলটির পর্দায়।

নাটক- সন্দেহবাজ জামাই

ঈদের দিন বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচারিত হবে স্বল্পবিরতির নাটক 'সন্দেহবাজ জামাই'। পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

নাটক- এভাবেও ভালোবাসা যায়

ঈদের দিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রচারিত হবে স্বল্পবিরতির নাটক 'এভাবেও ভালোবাসা যায়'। মহিদুল মহিমের পরিচালনায় এতে দেখা যাবে মুশফিক ফারহান ও তানজিন তিশাকে। 

নাটক- এক ডজন গার্ল ফ্রেন্ড

ঈদের দিন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক 'এক ডজন গার্ল ফ্রেন্ড'। মাইদুল রাকিবের পরিচালনায় এতে দেখা যাবে নিলয় আলমগীর ও হিমিকে। 

নাটক- ঝগড়াটে প্রতিবেশী

ঈদের দিন রাত ৯ টা ২৫ মিনিটে দেখা যাবে স্বল্পবিরতির নাটক 'ঝগড়াটে প্রতিবেশী'। শামীম জামানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুরশ্রী, শামীম জামান, রোবেনা রেজা জুঁই। 

নাটক- শাঁখের করাত

ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্ররাচিত হবে মুরসালিন শুভর পরিচালনায় নাটক 'শাঁখের করাত'। পরিচালক নিকুল কুমার মণ্ডলের এ নাটকে দেখা যাবে জোভান ও সামিরা খান মাহিকে। 

নাটক- মি. অলস

রাত ১১টা ৩৫ মিনিটে বি ইউ শুভর পরিচালনায় দেখা যাবে মি. অলস। এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও পায়েল।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2