বাহরাইনে গিয়ে ঘুরানোর আগেই থেমে গেল ভাগ্যের চাকা
বাহরাইনে ভাগ্য বদলাতে গিয়েছিলেন জামালপুরের এক যুবক। তার আগেই সড়ক দুর্ঘটনায় হারালেন প্রাণ।
বুধবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা এবং বাংলাদেশ সময় সকাল ১০টায় বাইরাইন হাইওয়ে সিগনালে এই দুর্ঘটনা ঘটে। তিনি মানামা সিটি থেকে কনস্ট্রাকশনের কাজে কর্মস্থলে যাচ্ছিলেন।
নিহত ফরহাদ (৩২) মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মোমেনাবাদ-কোমারপাড়া এলাকার মৃত আ. আজিজ মন্ডলের ছোট ছেলে। তার সংসারে স্ত্রী ও ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল্লাহ্ মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের সভাপতি মো. রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাহিদ রানা।
বিভি/টিটি
মন্তব্য করুন: