• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৮ কোটি টাকার লটারি জিতে সাড়া ফেললেন বাংলাদেশি ইউএই প্রবাসী 

প্রকাশিত: ১৭:১২, ৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
৪৮ কোটি টাকার লটারি জিতে সাড়া ফেললেন বাংলাদেশি ইউএই প্রবাসী 

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৫ মিলিয়ন দিরহাম মূল্যের লটারি জিতেছেন নুর মিয়া শামশু মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে তিনি এ পুরস্কার জিতেন। বাংলাদেশি টাকায় ৪৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

আল আইনের বিমানবন্দর থেকে লটারির টিকিটটি কিনেছিলেন শামশু মিয়া। লটারিতে তিনি বিজয়ী হলে আয়োজক রিচার্ড এবং বাউচরা তাকে তাকে ফোন করেন। তাদের ফোন শামশুর জীবন বদলে দেয়। উত্তেজনায় আনন্দ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি। 

শামশু বলেন, 'আমি আমার জয়ে অনেক খুশি। এরই মধ্যে আমরা বন্ধুরা মিলে আমার বিজয় উদ্‌যাপন করেছি।'

তিনি আরও বলেন, এ পুরস্কারটি আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিবো। সবার প্রথমেই এ টাকা দিয়ে আমার ভিসা নবায়ন করবো। সবার প্রতি আমার উপদেশ হলো সৃষ্টিকর্তায় বিশ্বাস করুন এবং ধৈর্য ধরুন। জয় আপনার একদিন হবেই। 

শামশু মিয়া ১৮ বছর ধরে আল আইনে বসবাস করছেন। ৪০ বছর বয়সী শামশু এখন তিন সন্তানের জনক। 

র‌্যাফেল ড্রয়ে শামশুর পাশাপাশি আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে। তাদের প্রত্যেককে এক লাখ দিরহাম করে দেওয়া হয়েছে। 

র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগস্ট মাসের প্রথম বিজয়ী তুষার দেশকর। এ মাসে ২০ মিলিয়ন দিরহামের লটারির টিকিট ছেড়েছে বিগ টিকেট। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2