• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইতালির ভেনিসে বাংলাভিশনের বিজনেস এডিটর সবুজকে সংবর্ধনা

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি

প্রকাশিত: ১৬:১৯, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
ইতালির ভেনিসে বাংলাভিশনের বিজনেস এডিটর সবুজকে সংবর্ধনা

বাংলাভিশনের বিজনেস এডিটর, সিনিয়র সাংবাদিক জিয়াউল হক সবুজকে ইতালির ভেনিসে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ভেনিস-বাংলাদেশ প্রেসক্লাব। সম্প্রতি বিশ্বখ‍্যাত পর্যটননগরী জনকন‍্যা খ্যাত ভেনিসের স্থানীয় সাংবাদিক কমিউনিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেনিস-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এমডি জাকির হোসেন সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেনিস-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মিয়া। 

মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিকরা জিয়াউল হক সবুজের পেশাগত কাজে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য তার ভূয়সী প্রশংসা করেন। 

ভেনিস প্রবাসী সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রবাসীদের হয়রানি বন্ধে দেশের গণমাধ‍্যমকর্মীদের সহযোগিতা চান। সেইসাথে প্রবাসে কর্মরত বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন যথাযথ মূল‍্যায়ন এবং সম্প্রচারের অনুরোধ জানান। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউল হক সবুজ ভেনিস প্রবাসী সাংবাদিকদের গঠনমূলক সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্বময় ব্র‍্যান্ডিংয়ের আহবান জানান।  

অনুষ্ঠানে ভেনিস-বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক সোহেলি আক্তার বিপ্লবী, সাংবাদিক নাসিরউদ্দিন পান্না, সোহানুর রহমান উজ্জ্বল, মুন্না আহমেদ, মানবতার ফেরিওয়ালাখ‍্যাত প্রবাসী বাংলাদেশি হোসেন মোবারক ও ব‍্যবসায়ী আবুল কালামসহ ভেনিসের স্থানীয় কমিউনিটির ব‍্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সাংবাদিক সবুজ তার ২১ বছরের পেশাগত জীবনে ২টি জাতীয় পত্রিকা ছাড়াও চ‍্যানেল টোয়েন্টি ফোর ও দিগন্ত টেলিভিশনে কাজ করেছেন। দেড় দশকের বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় টিভি চ‍্যানেল বাংলাভিশনে। পেশাগত জীবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এভিয়েশন এন্ড ট‍্যুরিজম জার্নালিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে একাধিকবার দায়িত্ব পালন করেন। 

কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, রিহ্যাব বর্ষসেরা সাংবাদিকসহ বেশক’টি প্রতিষ্ঠানের কাছ থেকে অ‍্যাওয়ার্ড লাভ করেন। দেশের মাটিতে কাজের পাশাপাশি বিশ্ব ব‍্যাংক ও আইএমএফ এর বার্ষিক সম্মেলন, বিশ্ব জলবায়ু সম্মেলন, এডিবি’র সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র সম্মেলন কাভারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ সংগ্রহ এবং ফ্লোরিডায় বঙ্গবন্ধু স‍্যাটেলাইট উৎক্ষেপণের দুর্লভ মুহূর্তের সংবাদ সংগ্রহের সুযোগ লাভ করেন। পেশাগত কাজের সুবাদে আমেরিকা-ইউরোপ, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল‍্যান্ড ও আজারবাইজানসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2