• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে’

প্রকাশিত: ২২:০৬, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ২৩:৩৬, ১৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে পিঠাঘর রেস্টুরেন্টে ৩১ দফা নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন। বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, তারেক রহমান তার সঠিক নেতৃত্বের প্রমাণ দিয়েছেন জুলাই আন্দোলনে। রাষ্ট্র পুনর্গঠনে তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে।

প্রবাসীদের অবদান তুলে ধরে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করেন। সেই টাকা দেশে পাঠান। ফলে দেশের কোষাগার ও অর্থনীতি সমৃদ্ধ হয়। গত কয়েক মাসে বাংলাদেশে ১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স জমা হয়েছে। তাহলে বিগত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরচারের ১৫ বছরের আমলে কত বিলিয়ন ডলার রেমিট্যান্স থাকার কথা ছিল? কেন সেই ডলারগুলো নেই? রেমিট্যান্স সরকারের একমাত্র উপার্জনের জায়গা। অথচ সেই কষ্টার্জিত টাকা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ বাংলাদেশের অর্থনীতি তলানিতে।

প্রকৌশলী বকুল আরও বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে। আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো নিরসনে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বিএনপি নেতা বকুল বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে মালয়েশিয়া বিএনপি আরও শক্তিশালী এবং বেগবান হবে।

প্রকৌশলী বকুলের মালয়েশিয়া সফর উপলক্ষে তার সংবর্ধনা ও ৩১ দফার মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম রায়পুরা উপজেলা শাখা। ফোরামের সভাপতি আবুল কালাম আযাদ ও সাধারণ সম্পাদক রমজান কুয়ালালামপুর বিমানবন্দরে প্রকৌশলী বকুলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে ৩১ দফার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম রায়পুরা উপজেলা শাখার নেতারা।

প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম রায়পুর উপজেলা শাখা সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, আয়োজক সংগঠনের নেতা মো. জাকির হোসাইন মুন্সী, মো. জায়েদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. ইলিয়াস মিয়া, মো. শামীম আহম্মেদ বকুল, মো. মোজাম্মেল হোসাইন, মো. আশরাফুল খন্দকার প্রমুখ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2