• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে ওয়াশিংটনে শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রকাশিত: ১১:২৬, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:২৭, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে ওয়াশিংটনে শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদজুমা স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে জানাজা নামাজে ইমামতি করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা।

রাষ্ট্রদূত মুশফিক জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহিদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হিসেবে বেঁচে থাকবেন। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা স্থানীয় অধিকার সংগঠন সেভ বাংলাদেশ আয়োজিত এই জানাজায় শরিক হওয়ার জন‍্য বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের প্রতি তিনি নিজের এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মুশফিক।

বক্তব্যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‍্যসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে শোক ও সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান তিনি ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2