• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস- এর বসন্ত উৎসব অনুষ্ঠিত 

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি  

প্রকাশিত: ১৭:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস- এর বসন্ত উৎসব অনুষ্ঠিত 

‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’,‘ আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,/এত বাঁশি বাজে, এত পাখি গায়।’ ইতালির ভেনিসে মহিলা ঐক্য পরিষদ ভেনিস-এর আয়োজনে ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় এবং মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও দিলরুবা জামান এর প্রাণবন্ত উপস্থাপনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় একটি অডিটোরিয়ামে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আগত অতিথিরা বসন্তের সাজে সেজে অনুষ্ঠানকে বসন্তের চিরায়ত রূপ দেন। এবং ৩২টি পরিবার হরেক রকমের পিঠাপুলি ও বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে এসে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন।  

আগত অতিথিদের মাঝে সুশৃঙ্খলভাবে প্রথমে বাচ্চাদেরকে পরবর্তীতে মহিলাদেরকে এবং অবশেষে পুরুষদের মাঝে পরিবেশন করেন। তবে সুরেলা কন্ঠে মঞ্চ মাতিয়ে রাখেন তিশা সুলতানা, রিয়াজ হোসেন, আশিক পলস, সাকিবা লিটন।

যারা পিঠাপুলি তৈরি করে নিয়ে এসেছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল তিনটি পুরস্কার প্রদান করেন এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিস তিনটি পুরস্কার প্রদান করেন।

লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বাংলা স্কুলের পুরস্কার গুলোর মধ্যে প্রথম পুরস্কার যে ভাগ্যবতী পেয়েছেন পপি, দ্বিতীয় দিলরুবা জামান, তৃতীয় লাভলী, এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিসের পুরস্কার গুলোর মধ্যে প্রথম ভাগ্যবতী পেয়েছেন, কনা, দ্বিতীয় নাজমা নাসির, তৃতীয় জোবায়দা।

মহিলা ঐক্য পরিষদ ভেনিস- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলরুবা জামান, সুরাইয়া আক্তার, কুলসুম।

আগত ব্যক্তিগণ বলেন, এ ধরনের আয়োজন আমাদের প্রতিবছর করার প্রয়োজন তাহলে বাংলার কৃষ্টি কালচার আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা ধারণ করতে পারবে।

বিভি/এআই

মন্তব্য করুন: