• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সৌদি-বাংলা ইনভেস্টরস এসোসিয়েশন’র আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২১:৩২, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
সৌদি-বাংলা ইনভেস্টরস এসোসিয়েশন’র আহ্বায়ক কমিটি গঠন

আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাহউদ্দিন ভুঁইয়াকে সদস্য সচিব করে ‘সৌদি-বাংলা ইনভেস্টরস এসোসিয়েশন’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সৌদি আরবের জেদ্দায় রামাদা হোটেলে সৌদি প্রবাসী বিনিয়োগকারিদের মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আব্দুল মান্নানের সভাপতিত্বে আমিনুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ইনভেস্টরদের মতামতের ভিত্তিতে প্রথমে ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিন ভূঁইয়াকে সদস্য সচিব এবং সফিউল আলম মনিরকে সদস্য করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় ইনভেস্টরদের মধ্যে বক্তব্য রাখেন কবির আহমেদ, এ.কে. আজাদ, ফরহাদ, মাসুদ রানা, আব্দুল্লাহ মহসিন, ইসতিয়াক আহমেদ দুলাল, হোসেন আহমেদ, স্বপন, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, ডাক্তার এনাম, ফরিদ, জহিরুল ইসলাম, হাসান মুরাদ, সামসুল আলম ও সফরুদ্দিনসহ অনেকেই।

মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ রিয়াদ, দাম্মাম, তাবুক, আছির, জিজান, আবহা, আল হাচা, মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, সৌদি আরবে থাকা প্রবাসী বিনিয়োগকারীদের একত্রিত করে দেশে এবং বিদেশে বিনিয়োগ, বিভিন্ন ব্যবসায় একে অপরকে সহযোগিতা এবং নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশীদের সৌদি আরবে কাজের সুযোগ তৈরিই সৌদি-বাংলা ইনভেস্টরস এসোসিয়েশনের লক্ষ্য।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2