নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে শায়িত দিদারুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানিয়েছে নিউইয়র্কবাসী। জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) দিদারুলের জানাজায় অংশ নিতে শোকার্তদের ঢল নামে ব্রঙ্কসের পার্কচেস্টারে। ঝড়-বৃষ্টি আর বন্যার আবহাওয়া সতর্কবার্তা উপেক্ষা করে পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজায় অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। শোকাবহ পরিবেশে দিদারুলের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য, বন্ধু, স্বজন আর সহকর্মীরা। শেষ বিদায়ের এই আয়োজনে শুধু নিউইয়র্ক পুলিশ বিভাগেরই পাঁচ হাজার সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস ছাড়াও পুলিশ কমিশনার, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আর আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের নাম।
দিদারুলের মরদেহ দাফনের জন্য নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট দিয়ে বিদায় জানায়। হেলিকপ্টার ব্যবহার করে দেওয়া হয় গার্ড অব অনার। গত সোমবার মিডটাউন ম্যানহাটনে বহুতল ভবনের ভেতরে বন্দুক হামলায় নিহত হন পুলিশ কর্মকর্তা দিদারুলসহ তিনজন। পরে আত্মহত্যা করে হামলাকারী শেন ডেভন তামুরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: