অস্ট্রেলিয়ায় পার্থে বিএনপির জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়ার পার্থের ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি সেন্টারে শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।
প্রবাসী নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 'প্রবাসে থেকেও আপনারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের অংশ। আপনাদের ঐক্য ও দৃঢ় অবস্থানই আগামী দিনের পরিবর্তনের শক্তি।'
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। এছাড়াও অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন ও ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন বক্তব্য রাখেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহ্বায়ক কামাল হাসেন এবং সদস্য সচিব মুহাম্মদ ফয়সাল আল মাহমুদও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামে দলের অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বিএনপির আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপস্থিত নেতারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে পার্থের এই অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক অনন্য রাজনৈতিক সমাবেশে।
বিভি/টিটি
মন্তব্য করুন: