• NEWS PORTAL

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ার কারাগারে থাকা নাম-পরিচয়হীন বাংলাদেশির খোঁজ পেল পরিবার

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: ১৯:১২, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ার কারাগারে থাকা নাম-পরিচয়হীন বাংলাদেশির খোঁজ পেল পরিবার

অবশেষে মালয়েশিয়ার জেলে থাকা নাম-পরিচয়হীন ব্যক্তির খোঁজ পেল পরিবার। ১৮ বছর ধরে নিখোঁজ থাকা নাম পরিচয়হীন ব্যক্তিকে খুঁজে পেল পরিবার। হাইকমিশন ও মিডিয়ার বদৌলতে মালয়েশিয়ার জেলে থাকা ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবী করেছেন। পরিবারের দাবি তার নাম জাহাঙ্গীর আলম ও দেশের বাড়ি নরসিংদীর জিৎরামপুরের চরদিঘলদী গ্রামে।

স্ত্রীর পাঁচ মাস গর্ভকালীন সময়ে মালয়েশিয়া পাড়ি জমা জাহাঙ্গীর আলম। মালয়েশিয়া যাওয়ার কিছুদিন পর থেকেই নিখোঁজ।

সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন জেলখানায় থাকা ব্যক্তিটির তথ্য পরিচয় চেয়ে ফেসবুকে পোস্ট করেন। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ করা হয়। সেই নিউজ দেখে উক্ত ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করছেন।  ব্যক্তিটি অসুস্থতার কারণে নিজের নাম, পরিচয় কোন কিছুই বলতে পারছেন না। 

পরিবারের দাবি তার নাম জাহাঙ্গীর আলম ও দেশের বাড়ি নরসিংদীর জিৎরামপুর চরদিঘলদী গ্রামে। এজন্য পরিবারের পক্ষ হতে হাই কমিশনে থেকে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2