• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো কুয়েত সরকার

প্রকাশিত: ১৬:৩২, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো কুয়েত সরকার

প্রবাসীদের জন্য ভিসা ইস্যু ও রেসিডেন্সি বা আবাসিক স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করলো কুয়েত সরকার। প্রক্রিয়ার ঝক্কি এড়াতে দুটি নতুন ইলেকট্রনিক সেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ইনফরমেশন সিস্টেমস ও জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সির সমন্বয়ে সেবাগুলো চালু করা হয়েছে। নতুন এই ই-সেবাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।

প্রতিবেদনে বলা হয়, এই পরিষেবাগুলো মূলত রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ১৮-এর আওতাভুক্ত বেসরকারি বা সিভিল সেক্টরের কর্মীদের জন্য প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে চালু করা হয়েছে। এসব ইলেকট্রনিক সেবার মাধ্যমে অনুচ্ছেদ ১৮-এর রেসিডেন্সি পারমিট ইস্যু, নবায়ন এবং স্থানান্তর সম্পূর্ণ অনলাইনে করা যাবে।

একই সঙ্গে অনুচ্ছেদ ১৪-এর অধীনে কোনো সিভিল সেক্টরের কর্মীর রেসিডেন্সি স্ট্যাটাস শ্রমিক রেসিডেন্সি থেকে অস্থায়ী রেসিডেন্সিতে স্থানান্তর করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ফলে একাধিকবার সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজন আর থাকবে না।

এই উদ্যোগের মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমানো, সেবা গ্রহণকারীদের সময় ও শ্রম সাশ্রয় এবং ই-গভর্নমেন্ট ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হওয়াই লক্ষ্য বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, রেসিডেন্সি-সংক্রান্ত সেবার দক্ষতা বৃদ্ধি, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা এবং আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2