• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেলেন আহমেদউস সামাদ চৌধুরী

প্রকাশিত: ১৪:১৫, ৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেলেন আহমেদউস সামাদ চৌধুরী

বৃটিশ-বাংলার কৃতি সন্তান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি গ্রেট ব্রিটেনের সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেয়েছেন। 

মঙ্গলবার (৫ অক্টোবর) লন্ডনের গিল্ডহল-এ এক অনুষ্ঠানে তাঁকে আন্তর্জাতিক মর্যাদার এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ক্লার্ক টু দ্য চ্যাম্বারলেইন মুরে ক্রেইগের আহ্বানে ‘ডিক্লারেশন অব দ্য ফ্রিম্যান’ পড়তে দেন আহমেদ উস সামাদ চৌধুরীকে। অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। পরে আহমেদ উস সামাদ চৌধুরী’র হাতে সম্মাননা তুলে দেন ক্লার্ক টু দ্য চ্যাম্বারলেইন মুরে ক্রেইগ। এই সময় আহমেদ উস সামাদ চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পাওয়ার পর আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, ‘আমি নিঃস্বার্থভাবে কাজ করেছি। কোনোদিন কোনো পজিশন চাইনি। আমার এই সম্মাননা কমিউনিটির মানুষকে কল্যাণমূলক কাজে উৎসাহিত  করবে- এটাই আমার অর্জন।’ 

উল্লেখ্য, এই সম্মাননা তাঁদেরই দেওয়া হয়, যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছেন যুগ যুগ ধরে। প্রায় ৩০০ বছর আগে চালু হওয়া এই সম্মানজনক পুরস্কার ব্রিটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, নেলসন ম্যাণ্ডেলা, জওহরলাল নেহেরু এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান পেয়েছেন। 

আহমেদ উস সামাদ চৌধুরী ১৯৫৬ সালের ১ জানুয়ারি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নূরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।  


 

বিভি/এএন

মন্তব্য করুন: