• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অভিবাসীদের জন্য সুসংবাদ দিলো কাতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:১১, ১১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অভিবাসীদের জন্য সুসংবাদ দিলো কাতার


 ২০ বছরের বেশি সময় পর কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কাতার। ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, কাতারে নানা কারণে অবৈধ হয়ে পড়া অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। 

বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো, উম্ম সালাল সার্ভিস সেন্টার, উম্মে সুনাইম সার্ভিস সেন্টার, মেসাইমার সার্ভিস সেন্টার, আল ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার। 

ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রশাসন।

কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাসও।

বিভি/এসডি

মন্তব্য করুন: