• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অভিবাসী কর্মী ও পর্যটকদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

প্রকাশিত: ১৯:৩০, ২২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অভিবাসী কর্মী ও পর্যটকদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

করোনাভাইরাসের কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দিয়েছে মালয়েশিয়া। 

শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্বাক্ষরিত বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দেশটির সরকার বলেছিলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনে বৃক্ষরোপণ খাতে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেবে। এছাড়া মালয়েশিয়া বিভিন্ন পণ্য উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিলো।

জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে, মালয়েশিয়া আন্তর্জাতিক ‘মানসম্পন্ন’ পর্যটক, যারা অর্থ ব্যয় করবে এবং অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে, তাদের কাছে গ্রীষ্মমণ্ডলীয় ছুটির দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে।

এক্ষেত্রে, পর্যটকদের অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বীমা থাকতে হবে।

বিভি/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2