• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালয়েশিয়ায় মৃত্যুর ১ মাসেও পরিচয় মেলেনি প্রবাসী বাংলাদেশির

আরিফ জামান, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় মৃত্যুর ১ মাসেও পরিচয় মেলেনি প্রবাসী বাংলাদেশির

অন্যজনের পাসপোর্টে নিজের ছবি বসিয়ে সেই ফটোকপি ব্যবহারের ফলে মৃত্যুর ১ মাস পার হলেও পরিচয় মেলেনি প্রবাসী বাংলাদেশির। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তার সাথে বৈধ পাসপোর্ট বা কোনো ডকুমেন্টস না থাকায় তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করতে পারছে না দেশটির পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল মৃত্যুর পর থেকে প্রবাসী বাংলাদেশির মরদেহ কুয়ালালামপুর সরকারি হাসপাতালের হিমঘরে অজ্ঞাতনামা হিসেবে পড়ে আছে। কর্তৃপক্ষ পরিবারের সম্মতি পেলে লাশটি কুয়ালালামপুরে দাফন করবে। তবে পরিচয় শনাক্ত না হওয়ার কারণে লাশটি দাফন করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত্যুকালে তার সাথে যে পাসপোর্টের ফটোকপি পাওয়া গেছে সেটি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সার্ভারে চেক করে দেখা যায় পাসপোর্টটি সঠিক নয়। পাসপোর্টে লেখা আছে– হারুনর রশীদ, বাড়ি বরিশাল। কিন্তু দূতাবাসের সার্ভারের রেকর্ডে আছে ইব্রাহিম, ঠিকানা অন্য এলাকা। তার সাথে থাকা তথ্যগুলো যাচাই করার সময় দেখা যায় কখনো তার ঠিকানা সিরাজগঞ্জ আবার কখনো নরসিংদী।

দিনকে দিন এ লাশের পরিচয় শনাক্তকরণ জটিল হয়ে পড়ছে, কারণ লাশের সাথে যে ২ জন বাংলাদেশি ছিলেন তারা ভোগান্তি থেকে বাঁচতে আত্মগোপনে চলে গেছেন। কারণ একটি লাশ দাফন করা অথবা দেশে পাঠাতে হলে বিভিন্ন দফতরে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

এ প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির নেতা মো: জহিরুল ইসলাম জহির বলেন, আমাকে পুলিশ ও হাসপাতাল থেকে জানানো হয় অজ্ঞাতনামা এক বাংলাদেশির লাশ পড়ে আছে। তখন আমি খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারি তার সাথে যে পাসপোর্টটি রয়েছে সেটি নকল। ছবির সাথে লাশের ছবির কোনো মিল নেই, কেও যদি মৃত ব্যক্তির পরিচয় জানেন তাহলে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস অথবা আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মো: নাজমুল সাদাত সেলিম বলেন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2