• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ভারতীয়র লাশ দেশে পাঠাতে এক হলো বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকরা

প্রকাশিত: ১৬:৫৭, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
ভারতীয়র লাশ দেশে পাঠাতে এক হলো বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকরা

সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ার পর অনন্য মানবতা দেখিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের শ্রমিকরা। সৌদিতে নিহত ওই ভারতীয়র লাশ দেশে পাঠাতে খরচ জোগাড় করেছেন বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকরা। তিন দেশের সহকর্মীরা মিলে ৯৬ লাখ রূপি (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) চাঁদা তুলেছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সৌদি আরবে হার্ট অ্যাটাকে মারা যান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজেন্দর। কিন্তু, এখনো তার লাশ ভারতে ফেরত আসেনি। সম্প্রতি রাজেন্দরের ভাই রাজেশ্বর সৌদি আরব থেকে ওই টাকা নিয়ে ভারতে ফিরেছেন।

রাজেশ্বরের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভাইয়ের সহকর্মী শ্রমিকদের ওই টাকা তার ভাইয়ের পরিবারকে দেওয়া হবে। ওই টাকা 'স্থায়ী আমানত' হিসেবে ব্যাংকে রাখা হবে যাতে তা থেকে প্রাপ্ত অর্থ রাজেন্দরের সন্তানদের পড়ালেখা ও অন্যান্য কাজে খরচ করা যায়।

রাজেশ্বর বলেন, "প্রবাসী শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে তাদের নিজেদেরও যেমন প্রবাসজীবনের খরচ চালাতে হয়, এর পাশাপাশি একটা অংশ নিজ দেশে পরিবারের কাছে পাঠাতে হয়। সুতরাং, যে যা-ই সাহায্য করেছেন তার কাছে সেটার গুরুত্ব অনেক।

বিভি/এজেড

মন্তব্য করুন: