গ্রিসে নবগঠিত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রিসে নবগঠিত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া জানানো হয়েছে। গত মঙ্গলবার (১৬ মে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে কমিউনিটির নিজস্ব হল, মুসলমানদের জন্য কবরস্থান ব্যবস্থা করা, মৃত ব্যক্তিদের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা, পাসপোর্ট সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে কার্যকর সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করা, প্রবাসীদের মধ্যে চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটির পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।
এছাড়াও গ্রিসের বিভিন্ন জেলে বন্দি প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করার বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছে উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে।
অনুষ্ঠিত প্রথম মত বিনিময় সভায় কমিউনিটির সাধারণ সম্পাদক জাহিদ ইসলামের পরিচালনায় সভাপতি আনোয়ার হোসেন দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা উক্ত সমস্যাগুলোর সমাধানের জন্য জোরালো দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সাবেক সভাপতি গোলাম মাওলা ও তাজুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস কমিটির সভাপতি আরিফুর রহমান সিরাজ, কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সাবেক সিনিয়র সভাপতি আহসানুল্লাহ হাসান, বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, চট্টগ্রামের সভাপতি সোহরাব হোসেন ইসমাইলসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
নতুন কার্যকরী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান প্রবাসী বাংলাদেশিদের উল্লেখিত সকল দাবি-দাওয়া খুবই অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন। শেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: