• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন যারা

প্রকাশিত: ১১:৩৬, ৩ মে ২০২৫

আপডেট: ১১:৪৫, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন যারা

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, চিকিৎসা শেষে রবিবার (৪ মে) বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বেগম খালেদা জিয়া। ডা. জাহিদসহ উনার নেতৃত্বে যারা ছিলেন তারাও সঙ্গে থাকছেন। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আরও দুইজন ডাক্তার লন্ডন যাবেন এবং একই ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে নিয়ে ফিরবেন।

দেশে ফেরার সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও সঙ্গে থাকছেন ডা. এজেডএম জাহিদ হোসেন, ড. এনামুল হক চৌধুরী, তাবিথ আউয়াল, এমএ মালেক ও তার সহধর্মিনী, কয়সর এম আহমেদ, ব‍্যক্তিগত সহকারী মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও গৃহপরিচারিকা রুপা শিকদার।

এমএ মালেক আরও জানান, যদিও বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন, তবুও তাকে ঘিরে এতদিন আমাদের অনেক আনন্দ ছিলো। আমাদের নেত্রী, যার জন্য আমরা ১৬ বছর আন্দোলন করেছি ভোটাধিকার এবং ওনার সুচিকিৎসার জন্য। আমরা মনে করি, সেটা সফল হয়েছে। আমাদের নেত্রী যে কয়দিন লন্ডনে ছিলেন, ততদিন এখানকার নেতাকর্মীরা চাঙ্গা ছিলেন। সবাই তার খোঁজ খবর রেখেছে। উনি (বেগম খালেদা জিয়া) ইনশাআল্লাহ্ আগামী রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন। আমরা আশা করি, ৬টায় ফ্লাইট যাবে এবং সিলেটে এক ঘণ্টা বিরতি রয়েছে। সিলেট থেকে ঢাকা পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে (সোমবার, ৫ মে)। যুক্তরাজ্যের হাজার হাজার কর্মী হিথ্রো এয়ারপোর্টে ওনাকে বিদায় জানাতে যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2