• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভেনিসে বসবাসরত নরসিংদীবাসীর সাংস্কৃতিক মিলনমেলা

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ২৪ মে ২০২৩

ফন্ট সাইজ
ভেনিসে বসবাসরত নরসিংদীবাসীর সাংস্কৃতিক মিলনমেলা

বিপুল উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে বসবাসরত নরসিংদ বাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২১ মে) ভেনিসের সান জুলিয়ানো পার্কে আয়োজিত  অনুষ্ঠানে বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। 

নরসিংদী ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন বিল্লাল হোসেন, মোস্তাক আহমেদ ও সুমন সরকার। আয়োজকগণ আগত সকলকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

মেলায় দেশীয় সাজে ফুটে ওঠে  বাঙালি ঐতিহ্য। বাহারি সাজে নারী পুরুষ  ও শিশুরা ফিরে যায় দেশীয় সংস্কৃতিতে।  দুপুর হতে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাতে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচে মেতে উঠে উপস্থিত সকলে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলা মিউজিক স্কুল ভেনিসসহ স্থানীয় শিল্পীগণ। সে সময় ভেনিসের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

বিভি/এজেড

মন্তব্য করুন: