• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছেলেদের যে পাঁচটি গুণ দেখলে মেয়েরা জীবনসঙ্গী বানাতে চায়

প্রকাশিত: ২০:৪২, ২২ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
ছেলেদের যে পাঁচটি গুণ দেখলে মেয়েরা জীবনসঙ্গী বানাতে চায়

ছেলেদের পাঁচটি গুণ, যা দেখলে মেয়েরা তাদের জীবনসঙ্গী করতে চায়- কথাটি শুনতে অবাক লাগছে? তা লাগারই কথা। কিন্তু একাধিক ক্ষেত্র থেকে এই বিষয়টি উঠে এসেছে। তবে এক নারী তার জীবনসঙ্গীর ক্ষেত্রে এক-এক রকমের গুণের সন্ধান করেন। কিছু সাধারণ বৈশিষ্ট্য যা মেয়েদের চোখে পড়ে সকলের আগে। যে দিকে মেয়েরা সাধারণত তাকিয়ে থাকতে চান। সেগুলির কথাই আজকে আলোচনা করা হবে।

মানসিকভাবে স্থির থাকা ছেলেদের মেয়েরা ভীষণ পছন্দ করেন। মনে রাখবেন, আপনার মানসিক অস্থিরতার রিহ্যাবিলিটেশন সেন্টার মেয়েরা নন। তাই তারা মানসিক ভবে অস্থির পুরুষকে পছন্দ করেন না। সম্পর্কের বাইরেও যে ছেলেদের একটা নিজস্ব জীবন থাকে, তা মেয়েদের আকর্ষণ করে

চটজলদি মিশে যেতে পারে এমন ছেলেদের দিকে মেয়েরা বেশি আকর্ষিত হয় বলে একটা ধারণা আছে। কিন্তু এর পরেও থাকে, ঠিক ভাবে জীবনসঙ্গীর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার ক্ষমতা। কথা-বার্তা হাবভাবে যদি সহজে আদানপ্রদানের একটা ক্ষমতা তৈরি করা যায়, তা হলে মেয়েরা ভরসা পায়।

কমিটমেন্ট থাকাটা সকলের ক্ষেত্রেই প্রথম প্রাধান্য পায়। যে কোনও সম্পর্কের প্রতি যথেষ্ট আস্থা ও বিশ্বাসযোগ্যতা দেখাতে না পারলে সেই সম্পর্ক টেকে না৷ পুরুষদের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা খুঁজে পেলে মেয়েরা সেই পুরুষের দিকে আকর্ষিত হয়।

আবেগপ্রবণ ছেলেদের মেয়েদের মধ্যে জনপ্রিয়তা বেশি। বিভিন্ন বিষয়ে যে ছেলেদের মন অনেক সহজে গলে যায়, সেই ছেলেদের প্রতি মেয়েরা অত্যন্ত আকর্ষণ বোধ করে। হৃদয় দিয়ে বিচার করাকে মেয়েরা বেশি গুরুত্ব দেয়।৷

মন দিয়ে, ধৈর্য ধরে কথা শোনে যে ছেলেরা, তাদের দিকে মেয়েদের ঝোঁক বেশি থাকে। এতে উল্টোদিকের মানুষটি অনেক বেশি করে গুরুত্বপূর্ণ বোধ করে। তবে ছেলে এবং মেয়ের যৌথ উদ্যোগ ছাড়া একটা সম্পর্ক কখনই টেকে না। সূত্র: নিউজ এইটিন

বিভি/এজেড

মন্তব্য করুন: