• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবস আজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ১২ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৬:২০, ১৭ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবস আজ

বৃটিশবিরোধী আন্দোলনের পুরোধা চট্টগ্রামের সূর্য সন্তান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবস আজ। এ উপলক্ষে শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নগরীর জেএম সেন প্রাঙ্গনে সূর্যসেনের আবক্ষমূর্তি ফুলে ফুলে ভরে ওঠে। 

সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সূর্যসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন স্তরের মানুষ। 'মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান' এমন স্লোগানে দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, বীর মুক্তিযোদ্ধা ইন্দু রঞ্জন দত্ত, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষসহ অন্যরা। 

১৯৩৪ সালের ১২ জানুয়ারি এই দিনে দিবাগত রাত ১২টা ১ মিনিটে ব্রিটিশ শাসকেরা চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়েছিল মাস্টারদা সূর্য সেন খ্যাত এই বিপ্লবীকে। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: