অল্পদিনেই ব্যাপক সাড়া ফেলেছে বাংলাভিশন নিউজ ফেসবুক পেইজ
সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অন্যতম ফেসবুক পেইজ বাংলাভিশন নিউজ। বিশেষ করে এই মাসের শুরু থেকে দর্শকমহলে পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। আগস্টের ১০ দিনে ১২৩ মিলিয়নের বেশি মানুষ দেখেছে এই পেইজে প্রকাশিত কন্টেন্ট।
বাংলাভিশন ও বিভিনিউজের পাশাপাশি বাংলাভিশনের সংবাদ সংক্রান্ত সকল কন্টেন্টসমূহ অতিদ্রুত প্রচার হয় বাংলাভিশন নিউজ পেইজে। টকশো, গ্রামবাংলা, জাতীয়, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে মানবিক সংবাদও গুরুত্বের সাথে প্রচার ও প্রকাশ করে বাংলাভিশন। ভিডিও এবং রিলসগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এরই মধ্যে দর্শকপ্রিয়তার কারণে ২ দশমিক ৪ মিলিয়ন মানুষ বাংলাভিশন নিউজ পেইজের ফলোয়ার হয়েছেন। এই পেইজ নিয়ে দর্শকদের মাঝেও বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি বাংলাভিশন নিউজ ইউটিউব চ্যানেল ৫ মিলিয়ন সাবস্ক্রাইবের মাইলফলক স্পর্শ করেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: