• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

পেশা ইঁদুর ধরা, মাসে আয় ৪০ হাজার টাকা

সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

বাঁশের চোঙার ভেতরে খাবারের টোপ আর তার ফাঁদেই ধরা পড়ছে একের পর এক ইঁদুর! প্রতিটি ইঁদুর ধরতে পারলেই মিলছে ৫০ টাকা পুরস্কার। শুনতে অবাক লাগলেও, কয়েকজন যুবক এই ইঁদুর ধরার কাজকেই বানিয়েছেন পেশা। প্রতিদিন গড়ে ধরছেন ৪০ থেকে ৫০টি ইঁদুর, আর এই ইদুর ধরে মাস শেষে আয় করছেন ৩০  থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ধানের জমি রক্ষায় স্থানীয় কৃষকদের আশীর্বাদে পরিণত হয়েছে এই ‘বাঁশের চোঙার ফাঁদ’। উপজেলার সাইতাড়া গ্রামের তিন যুবক নিজেরাই তৈরি করেছেন এই অভিনব ফাঁদ। এতে  যেমন ফসল বাঁচছে ইদুরের হাত থেকে, তেমনি তাদের হাতে নতুন জীবিকার পথ।

দিনাজপুর দেশের শীর্ষ ধান উৎপাদনকারী জেলা হলেও এখানে প্রতিবছর ইঁদুরের উপদ্রবে নষ্ট হয় শত শত মণ ধান।  ক্ষেতের ধানগাছ  কেটে  ফেলে বিপুল ক্ষতি করে এই দুষ্ট প্রাণীরা। নানা  চেষ্টা করেও যখন কৃষকরা  রেহাই পাচ্ছিলেন না, তখনই আশার আলো  দেখিয়েছে এই স্থানীয় প্রযুক্তিতে তৈরি ‘বাঁশের  চোঙার ফাঁদ’। এতে একদিকে যেমন ধান রক্ষা পাচ্ছে, তেমনি আয়ও হচ্ছে ভালো।

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, মৌসুম শেষে যারা ইঁদুর নিধনে অবদান রাখছেন, তাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি অন্য উপজেলাগুলোতেও এই ফাঁদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চিরিরবন্দরের এই তিন যুবক প্রমাণ করেছেন, বুদ্ধি আর পরিশ্রম থাকলে বাঁশের চোঙাও বদলে দিতে পারে জীবিকা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2