• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘লাল গোলাপ’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন শফিক রেহমান

প্রকাশিত: ১৬:২০, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:২০, ৩০ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘লাল গোলাপ’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন শফিক রেহমান

শফিক রেহমান (ফাইল ছবি)

প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে বাংলাভিশন টিভির পর্দায় ফিরছেন বরেণ্য সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা।

আবারো শুরু হতে যাওয়া অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান। এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে খ্যাত শফিক রেহমান বলেন, ‘আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্খিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু, সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত।

আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। স্বপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।’

তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ১ ডিসেম্বর থেকে। প্রতি সপ্তাহের রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: