• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাবার খোঁজে প্রবাসীর ছেলে: সন্তানের চোখে ভরসার শেষ ঠিকানা ব্র্যাক

প্রকাশিত: ১৬:১৩, ১৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাবার খোঁজে প্রবাসীর ছেলে: সন্তানের চোখে ভরসার শেষ ঠিকানা ব্র্যাক

সৌদি প্রবাসী আব্দুর রহিম (ফাইল ছবি)

কুমিল্লার চৌদ্দগ্রামের ৫৭ বছর বয়সী আব্দুর রহিম সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন দীর্ঘ ২৩ বছর। পরিবারের সুখের আশায় নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছিলেন তিনি। প্রতিদিনের মত ২৪ ডিসেম্বর ২০২৪ রাতেও পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলেন আব্দুর রহিম। কথার মাঝে কোনো সংকটের ইঙ্গিত ছিল না। কিন্তু, সেই রাতই যেন বদলে দিলো সবকিছু।

পরদিন থেকে আব্দুর রহিমের মোবাইল বন্ধ। পরিবারের অজানা উৎকণ্ঠা আরও তীব্র হলো, যখন সৌদি আরবের জেদ্দায় তার কোম্পানির আবাসনে গিয়ে আত্মীয়রা দেখলেন, তার রুমে মোবাইল ও পাসপোর্ট পড়ে আছে, কিন্তু তিনি নেই। কোম্পানি, স্থানীয় থানাসহ সবখানে খোঁজ নেওয়া হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

আব্দুর রহিমের ছেলে জাকির হোসেন বাবাকে ফিরে পেতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করে কনসুলেটের মাধ্যমে সন্ধান চেয়েছেন। কিন্তু, সময় পেরিয়ে যাচ্ছে, আর আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জাকির হাজির হন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। চোখে অশ্রু, মনে অসীম কষ্ট আর বাবাকে ফিরে পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘আমার বাবা আমাদের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ যদি আমরা তার পাশে না দাঁড়াই, তাহলে তার কষ্টের মূল্য কোথায়? আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করুন।’

এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের পরিবারের প্রতি দায়িত্বশীলতার বিষয়টি সামনে এসেছে। আব্দুর রহিমের মতো কোনো প্রবাসীই যেন হারিয়ে না যান, সেটি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2