• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রেমের বিয়ের ১০ সুবিধা !

প্রকাশিত: ১৭:১৩, ২২ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:১৮, ২২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রেমের বিয়ের ১০ সুবিধা !

সংগৃহীত ছবি

শীত মৌসুম চলছে, গ্রামবাংলার ঘরে ঘরে নবান্নের আনন্দ। এই সময়ে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও নতুন বিয়ে ধুম লেগেযায়। তবে তরুণ-তরুনীদের অনেকেই দ্বিধায় থাকেন প্রেমের হওয়া উচিৎ নাকি পারিবারিক পছন্দে? দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পরেন- ঠিক করছেন, না ভুল করছেন। গভেষণা বলছে প্রেমের বিয়ের কিছু নেতিবাচক দিক থাকলেও সুবিধা তারচেয়ে অনেক বেশি। তাই জীবনকে সুন্দর এবং সুখী করতে নিজের পছন্দে বিয়ের মতো স্থায়ী সম্পর্কে যেসব সুবিধা পাওয়া যায়-

 

১. আগে থেকেই একে অপরকে ভালোভাবে চেনা-জানার ফলে একে অপরকে বুঝতে সুবিধা হয়। আর বৈবাহিক জীবনে বোঝাপড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২. দীর্ঘ দিন সম্পর্ক থাকায় একে অপরের পছন্দ-অপছন্দ বুঝে দাম্পত্য জীবন এগিয়ে নেয়া সহজ হয়।

৩. একে অপরের শক্তি ও দুর্বলতা সবই জানা থাকায় সম্পর্কের মধ্যে গোপন তেমন কিছুই থাকেনা।

৪. অচেনা একজনের সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে হবে, একই রুম এমনটি বেড একজনের সঙ্গে শেয়ার করতে হবে এমনটা ভেবে সংকোচ জাগার সুযোগ থাকে না। বরং ভালোবাসার মানুষটিকে চির জীবনের জন্য পাওয়ার ভালোলাগা কাজ করবে।

৫. আপনারা আগে থেকেই বোঝাপড়াটা থাকায় যেকোনো পরিস্থিতিতে কীভাবে একে অপরকে সামলানো সহজ হবে।

৬. কোনও সমস্যা সৃষ্টি হলে কীভাবে এর সমাধান করা যায় এ নিয়েই দু'জনই ব্যস্ত থাকবেন। কারণ আপনারা একজন আরেকজনকে এতটাই ভালোবাসেন যে নিজেদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই চাইবেন না।

৭. আগে থেকেই জানা থাকায় সন্দেহ সৃষ্টির সুযোগ কম তাই সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টিও কম হবার কথা।

৮. সঙ্গি আমাকে পছন্দ করে কিনা! এমন সংকোচও অনেকের মধ্যে থাকে। প্রেমের বিয়েতে সেই সংশয় একেবারেই থাকে না। এর ফলে সম্পর্কে সমানভাবে টান অনুভব করবেন।

৯. কখনও একা অনুভব করবেন না। কারণ সব সময় আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আপনার কাছেই থাকবে।

১০. একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, ফলে তৃতীয় পক্ষের নাকগলানোর সুযোগ কম থাকে।

মন্তব্য করুন: