• NEWS PORTAL

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

 খচ্চর কি ? 

শায়ের খান

প্রকাশিত: ১৪:২০, ৪ মার্চ ২০২৩

আপডেট: ১৪:২৩, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
 খচ্চর কি ? 

অনেকে ভাবে, খচ্চর হচ্ছে গরু, ঘোড়া বা গাধার মতো সাধারণ একটি প্রাণী । আসলে তা না । খচ্চর একটি মিশ্রিত প্রাণী । একটি সেক্স দুর্ঘটনায় তার জন্ম । যখন কোনো পুরুষ গাধা স্ত্রী ঘোড়ার সাথে সেক্স করে, তখন ঘোড়ার পেটে খচ্চর হয় । খচ্চর ঘোড়াও না, গাধাও না । তবে খচ্চর ধীর স্থির আর খাটতে পারে অনেক।

 

খচ্চর সাইজে ঘোড়ার চেয়ে ছোট, বুদ্ধিতে গাধার চেয়ে বড় । খচ্চর কখনো খচ্চরের জন্ম দিতে পারেনা । কারণ খচ্চরের বীর্য নাই । গ্রাম মফস্বলের মেয়েরা অনেক সময় দুষ্টু বা ডার্টি কথা বলা ছেলেদের 'খাচ্চোর' বলে সুইট ভর্ৎসনা করে । 

 

সে যাইহোক, ছেলে গাধা আর মেয়ে ঘোড়ার বাচ্চা হলে তাকে ইংরেজিতে বলে মিউল আর মেয়ে গাধা আর ছেলে ঘোড়ার বাচ্চা হলে তাকে বলে হিনি। বাংলা ভাষায় খচ্চর ছেলে বা মেয়ে হতে পারে। কিন্তু এরা সংকর তাই প্রজননে অক্ষম। খচ্চরের মধ্যে ঘোড়া ও গাধা দুইয়েরই অনেক গুণ আছে। যেমন গাধার মত শান্ত ও এবং ঘোড়ার মত সাহসী ও শক্তিশালী।

মন্তব্য করুন: