• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিল গেটস্ কন্যার ৫শ’ ১০ কোটি টাকার এপার্টম্যান্ট

প্রকাশিত: ১৪:৫০, ১৩ মে ২০২৩

ফন্ট সাইজ
বিল গেটস্ কন্যার ৫শ’ ১০ কোটি টাকার এপার্টম্যান্ট

বিল গেটস্ কন্যা জেনিফার গেটস্ ম্যানহাটনের এপার্টমেন্ট

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এর ট্রাইবেকা এলাকায় সম্প্রতি একটি এপার্টমেন্ট কিনে তাতে উঠেছেন বিল গেটস্ কন্যা জেনিফার গেটস্! তার এই এপার্টম্যান্ট কেনার বিষয়টি আমেরিকার শুধু নয়, বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, কেন জানেন? কারণ ঐ এপার্টমেন্টির জন্য তিনি খরচ করেছেন মাত্র ৫১ মিলিয়ন ডলার, বর্তমান বিনিময় হারে বাংলাদেশী টাকায় যার মূল্যে ৫শ’ ১০ কোটি টাকা মাত্র!


৮৯০০ স্কয়ার ফুটের ঐ এপার্টমেন্টটিতে আছে ৩৪০০ স্কয়ার ফুটের আউটডোর স্পেস বা খোলা আঙ্গিনা! ৬ বেড ও ৬ বাথের ঐ এপার্টমেন্টটিতে আরো আছে ১টি সুইমিং পুল, আর ২ টি পাউডার রুম!
গেল মার্চে ১ম কন্যা সন্তানের মা হয়েছেন জেনিফার, আর প্রথমবারের মতো নানা হয়েছেন বিল গেটস্!

মন্তব্য করুন: