• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পৃথিবীর শ্রেষ্ঠ মা ‘মাকড়সা’!

প্রকাশিত: ১২:৩৬, ১৪ মে ২০২৩

ফন্ট সাইজ
পৃথিবীর শ্রেষ্ঠ মা ‘মাকড়সা’!

মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন। সন্তানের বেঁচে থাকা এবং তার মঙ্গলে মা নিঃস্বার্থ। এ চিরন্তন সত্যটি শুধু মানুষের মধ্যেই নয়, প্রকৃতির অন্য প্রাণীদের ক্ষেত্রেও এটি সত্য। 

তেমনি এক প্রাণীর নাম মাকড়সা। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা না হওয়া পর্যন্ত। যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য নিজের শরীর বিলিয়ে দেয় তাদের খাবারের জন্য। 

বাচ্চা মাকড়সারা মা মাকড়সার দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানের জন্য মা নীরবে হজম করে সব কষ্ট-যন্ত্রণা। এমনি করে এক সময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মাকড়সা মায়ের সন্তানের জন্য এ আত্মত্যাগের কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে মাকড়সার স্থান অনেক ওপরে।

বিভি/টিটি

মন্তব্য করুন: