• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজহারী লিখলেন, ‘অচেনা পথে এক অনভিজ্ঞ ভ্রমণের নাম জীবন’

প্রকাশিত: ১৮:১৩, ১৭ মে ২০২৪

ফন্ট সাইজ
আজহারী লিখলেন, ‘অচেনা পথে এক অনভিজ্ঞ ভ্রমণের নাম জীবন’

স্রষ্টাকে জানার জন্য সৃষ্টিকে দেখতে হয়। আর সৃষ্টিকে দেখতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে। ভ্রমণের ব্যাপারে ইসলাম ধর্মেও উৎসাহ দেয়া হয়েছে। বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীও নিয়মিত ভ্রমণ করেন এবং ভ্রমণে উৎসাহ দিতে ছবি ও কিছু তথ্য পোস্ট করেন।

গত বুধবার (১৫ মে) তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে বেশ কিছু ছবি আপলোড করে একটি ক্যাপশনও দিয়েছেন। সেখানেই আজহারী লিখেছেন, অচেনা পথে এক অনভিজ্ঞ ভ্রমণের নাম জীবন’

আজহারীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘জীবন— অচেনা পথে এক অনভিজ্ঞ ভ্রমণের নাম। ছোট্ট এ জীবনের আঁকেবাঁকে ভরপুর বিচিত্রতা ছড়িয়ে আছে। পুরো পৃথিবীটাই মস্তবড় এক পাঠশালা। এ পাঠশালা থেকে নেয়ার আছে অনেক কিছু। প্রতিটি ভূখন্ড থেকেই কিছু না কিছু শেখার আছে।’

 

তিনি আরও লিখেছেন, ‘অজানাকে জানতে, অচেনাকে চিনতে আল্লাহর জমীনে ভ্রমনের বিকল্প নেই। আল্লাহর সৃষ্টি নৈপুন্য মানুষের চোখ খুলে দেয়। আত্মোপলব্ধির দুয়ারে কড়া নাড়ে। আল্লাহর প্রতিটি সৃষ্টির মাঝেই রয়েছে তাঁকে চেনার জলজ্যান্ত নিদর্শন।’

সংযুক্ত আরব আমিরাতের কুরআনিক পার্কের সামনে ও তার আশেপাশের এলাকা ভ্রমণ করে সেখানকার ছবিগুলো পোস্ট করেছেন তিনি। পোস্টটি খুব দ্রুতই লুফে নেন আজহারীর ভক্তরা। রিয়্যাক্ট ও শেয়ার দেয়ার পাশাপাশি বয়ে গেছে কমেন্টের বন্যাও। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2